1980 ইং সালে পার্শ্ববতী ছোনকা হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাদড়া গ্রামের লোকজনের সহিত ছোনকা ফুটবল খেলার কমিটির সহিত দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ভাদড়া গ্রামের লোকজন ছোনকা হাইস্কুলের বিপরীতে ভাদড়া গ্রামের হাইস্কুল করার সিদ্ধান্ত নেয়। তার ফলশ্রুতিতে 01/12/1982 ইং সালে জুনিয়র বিদ্যালয় প্রতিষ্ঠিত করে। 01/01/1993 ইং তারিখে মাধ্যমিক বিভাগে উন্নতি হয়। প্রতিষ্ঠা কালে মরহুম আব্দুল সামাদ সরকারকে সভাপতি এবং জনাব মোঃ আব্দুল হোসেনকে প্রধান শিক্ষক মনোনিত করে বিদ্যালয়ের কাযক্রম পরিচালিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান বিভাগে চারশতাধিক ছাত্র/ছাত্রী অধ্যায়ন করে।